নিজস্ব প্রতিবেদক, খুলনা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ‘তুমি বাংলার ধ্রুবতারা’ নামে বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীল বালু মিলনায়তনে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে ‘তুমি বাংলার ধ্রুবতারা’ নামে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ‘তুমি বাংলার ধ্রুবতারা’ স্মরণিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু সফলভাবে সম্পন্ন শেষে উদ্বোধন করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য মো. তরিকুল ইসলাম, মো. শাহ আলম, সোহরাব হোসেন ও শেখ মো. সেলিম, সদস্য মো. হুমায়ুন কবীর, বাপ্পী খান, ওয়াহেদ-উজ-জামান বুলু, দেবনাথ রনজিৎ কুমার, দেবব্রত রায়, আসাদুজ্জামান খান রিয়াজ, এস এম নূর হাসান জনি, মো. আমিরুল ইসলাম, কৌশিক দে, মো. হেদায়েত হোসেন মোল্লা, শেখ কামরুল আহসান, শেখ শামসুদ্দীন দোহা, মো. খায়রুল আলম, সুমন আহমেদ, জয়নাল ফরাজী, আব্দুস সাত্তার, গোলাম মোস্তফা, দিলীপ কুমার বর্মন, রিংটন মণ্ডল, মো. মাহফুজুল আলম (সুমন), অস্থায়ী সদস্য রীতা রানী দাস, শশাংক স্বর্ণকার, নাজমুল হক পাপ্পু, ড. সাহিদা খানম, তিতাস চক্রবর্তী, মো. হেলাল মোল্লা, এস এম বাহাউদ্দিন, মো. সোহেল রানা, মিলন হোসেন, মো. রফিক আলী, মো. কলিন হোসেন আরজু, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকরা।
Leave a Reply
You must be logged in to post a comment.