শামীমা খানম : সমন্বয়হীনতার অভাবে টঙ্গীর পূর্ব আরিচপুর নদীর পাড় এক কিলোমিটার রাস্তার বেহাল দশা। একদিকে রাস্তার উপর ময়লার ভাগাড় অন্যদিকে রাস্তা দখল করে অবৈধ ভাবে গড়ে ওঠা দোকানপাট চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে এখানে। স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় রাস্তার পাশের ড্রেন উন্নয়নের খোঁড়াখুঁড়ি, অন্যদিকে রেল উন্নয়নের অ্যাপ কন কোম্পানির চলাচলের অনুপযোগী রাস্তায় চরম ভোগান্তি এখানকার নিত্যনৈমিত্তিক ঘটনা।সরোজমিনে ৪৫নং ওয়ার্ডের পাঠানো প্রতিবেদনে।
টঙ্গীর উড়াল সেতু থেকে নদীর পাড় পূর্ব আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেল ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে অবৈধ দখলে থাকা খানাখন্দের জন্য চরম দূর্ভোগে পড়েছে স্থানীয় জনসাধারণ। টঙ্গীর বউ বাজার সড়ক ,সরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, মিল-কারখানার এবং বউবাজারের মত বড়বাজার নদীর পূর্ব পাড় হওয়ায় এখানকার পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই রাস্তায় চলাচল করে। বর্তমানে রাস্তাটি বিভিন্ন জায়গা খানাখন্দের সৃষ্টির ফলে জনগণ কে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই এসব স্থানে পানি জমার দরুন জনসাধারণের চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে অসুস্থ ,বৃদ্ধ বয়স্ক ,ছোট স্কুলপড়ুয়া বাচ্চাদের। রাস্তাটির এরকম বেহাল দশার জন্য প্রায় ছোটখাট দুর্ঘটনা ঘটছে রেলের উপরে ও নিচে। বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে প্রতিদিন। দামে কম পাওয়ায় এই এলাকায় বউবাজারের খাদ্যশস্য ,মাছ প,শুপাখি আনা-নেয়া করা হয়। লক্ষ লোকের চলা এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সকলের কাছেই এখন শুধুই গলার কাটার মত। চলমান বর্ষাকালে রাস্তাটি সংস্কার করে দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর দাবি।
Leave a Reply
You must be logged in to post a comment.