স্টাফ রিপোর্টার, গাজীপুর : সারাদেশের সাথে একাত্মতা পোষণ করে গাজীপুরের শ্রীপুরে কর্মবিরতি পালন করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার ১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে এই শুরু হয়। কর্মসূচি চলবে ১৫ সেপ্টম্বর পর্যন্ত। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধীদপ্তরাধীন কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী এ কে এম মোহিতুল ইসলাম, অফিস সহকারী মোঃ আশরাফুল ইয়ালাম, কার্য সহকারী রতন কুমার বর্মন, অফিস সহায়ক মোখলেস উদ্দিন।
এসময় তারা বলেন, একযুগ আগে ২০১২ সালে কার্যকর হয়েছে দূর্যোগ ব্যবস্হাপনা আইন। এ আইন বলে দুর্যোগ ব্যবস্হাপনা অধিদফতরের কয়েক হাজার কর্মকর্তা ও কর্মচারী কাজ করলেও পদ দুটির জনবলকাঠামো ও নিয়োগবিধি অনুমোদন এবং আপগ্রেডেশন হয়নি। ফলে আমরা একদিকে যেমন সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছি তেমন আর্থিক সুবিধাও পাচ্ছি না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করলেও মিলছে না সুরাহা। ফলে আমরা আন্দোলনকেই গুরুত্ব দিচ্ছি।
সংশ্লিষ্টরা আরো জানান, কর্মকর্তা ও কর্মচারীদের দাবি নিয়ে ৮-১০ বার মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং সর্বশেষ গত ১৭ আগস্ট দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে তিন সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এতে ডিআরআরওদের পদ ৬ষ্ঠ গ্রেড এবং পিআইওদের পদটি নবম গ্রেডে উন্নতিকরণসহ প্রস্তাবিত জনবল কাঠামো অনুমোদনের আবেদন জানানো হয়। দুর্যোগ ব্যবস্হাপনা আইন ২০১২ জনবলকাঠামো গঠনের জন্য বলা হলেও গত ১০ বছরেও তা বাস্তবায়ন হয়নি।
Leave a Reply
You must be logged in to post a comment.