নিজস্ব প্রতিবেদক : গাজীপুর ২ আসনের সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি ২০০৪ সালে ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন । এসময় গুলিতে ওমর ফারুক রতন নামের আরও একজন কিশোর নিহত হন। সেদিন ঘাতকদের গুলিতে আহত হয় শরিফ উদ্দিন আকাশ নামে এক যুবক। দীর্ঘদিনযাবত টাকার অভাবে শরিফ উদ্দিন আকাশ উন্নত চিকিৎসা করাতে পারেনি। তবে এবার হবে তার উন্নত চিকিৎসা। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব তহবিল থেকে আকাশের উন্নত চিকিৎসা জন্য দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকার সহায়তা। গত শুক্রবার রাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাসভবনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহত ওই আকাশের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠানো চেক তুলে দেন।
এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, শরিফ উদ্দিন আকাশ ২০০৪ সালে শহীদ আহসান উল্লাহ মাস্টারে কে যখন গুলি করে ঘাতকরা হত্যা করে সেই সময় তিনিও আহত হয়। ঘাতকদের গুলি তার শরীরের বিভিন্ন স্থানে বৃদ্ধ হয়। তখন উন্নত চিকিৎসা সেবা না থাকায় তার শরীর কয়েকটি গুলি বের করা সম্ভব হয়নি। সেই গুলি নিয়ে ১৯ বছর ধরে জীবন করে যাচ্ছে আকাশ। বিষয় টি আমাকে অবগত করেন এবং বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন শোনে তখন আহত আকাশের জন্য ৫ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা আমার হাতে তুলে দেয় । আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুক্তভোগী আকাশের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
এসময় উপস্থিত শ্রমিক নেতা মতিউর রহমান বিকম,সহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।।
Leave a Reply
You must be logged in to post a comment.