নিজস্ব প্রতিবেদক : সরকার কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে বাংলাদেশের তেমন কোনো সাফল্য নেই।
শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন জাপা চেয়ারম্যান। মিয়ানমার সেনাবাহিনীর নিক্ষিপ্ত গোলায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সিমান্তের শূন্যরেখায় অবস্থানরত এক রোহিঙ্গার নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, ‘অকারণে নিরীহ রোহিঙ্গা শিবিরে মিয়ানমার সেনাদের গোলা বর্ষণের ঘটনা মেনে নেওয়া যায় না। নিপীড়িত রোহিঙ্গাদের ওপর এই হামলা ক্ষমার অযোগ্য।’
‘কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে বাংলাদেশের তেমন কোন সাফল্য নেই।’
জি এম কাদের মিয়ানমার সরকারের উদ্দেশ্যে বলেন, ‘আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সংযত আচরণ করতে হবে।’ বাস্তুচ্যুত, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান। বিবৃতিতে তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.