স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের টঙ্গী রেলওয়ে কলোনির প্রায় তিনশ বসত ঘরের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ কর্তৃপক্ষ। মঙ্গলবার তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫টি রাইজার খুলে নিয়ে যায়। এ ঘটনায় কলোনিতে বসবাসকারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রেলওয়ে কর্মচারী লিটন মিয়া জানান, প্রতি মাসে আমাদের বেতন থেকে বাসা ভাড়া, বিদ্যুৎ ও গ্যাসের বিল নিয়মিতভাবে কেটে নিয়ে নেয়। কিন্তু হঠাৎ করে আজ দুপুরে তিতাস গ্যাস অফিসের লোকজন এসে বিনা নোটিশে আমাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যায়। গ্যাসের অভাবে আমরা প্রায় তিনশ পরিবার বর্তমানে রান্নার কাজ করতে পারছি না। এতে পরিবার-পরিজন নিয়ে নিদারুণ কষ্ট হচ্ছে। এ ব্যাপারে কলোনির বাসিন্দা জাহানারা বেগম জানান, দুপুরে রান্না শুরু করেছি এমন সময় গ্যাসের লাইন কেটে দেয়ায় রান্না করতে পারি নাই।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক এরশাদ মাহমুদ বলেন, টঙ্গী রেলওয়ে কলোনিতে তিতাসের ২১ লাখ টাকা বকেয়া পড়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক যেসব প্রতিষ্ঠানে তিতাসের বিল বকেয়া আছে, সেখানেই অভিযান চালানো হচ্ছে এবং সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ তিতাসের বকেয়া পরিশোধ করলে পুনরায় সংযোগ দেওয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.