নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘দেশে এখন চরম ক্রান্তিকাল চলছে। ক্ষুধার দায়ে মা সন্তানকে বিক্রি করে দিচ্ছে। শহর থেকে মানুষ গ্রামমুখি হচ্ছে। অভাবের তাড়নায় মানুষের চরম নৈতিক অবক্ষয় হচ্ছে। দিন-দুপুরে খুন-রাহাজানি বেড়ে যাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য গুম, হত্যা, নির্যাতন, মামলা-হামলা চলছে। রাষ্ট্রীয় নির্যাতনের ‘আয়না ঘর’র সন্ধান পাওয়া যাচ্ছে।’
মঙ্গলবার বিকেলে নগরীর খুলশী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণমিছিলটি নগরীর লালখানবাজার থেকে শুরু হয়ে দামপাড়া, ওয়াসা মোড়, জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।
তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথা বললে আইসিটি আইনে মামলা হচ্ছে। সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করে মানুষ আজ তাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে নেমে এসেছে। বিএনপি জনগণের দল হিসেবে জনগণের অধিকার রক্ষায় রাজপথে আন্দোলন সংগ্রামে থাকবে।’
খুলশী থানা বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে নগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হালিম শাহ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াসিন চৌধুরীর লিটন, সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, নগর মহিলা দলের সাবেক সভানেত্রী মনোয়ারা বেগম মনি প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.