দৈনিক বিজয়বাংলা ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে এক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শোক জানান।ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে সিংহাসনে থাকা রানি এলিজাবেথ আলেকক্সজান্দ্রা মেরি উইন্ডসর ব্রিটেনের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে) মারা যান। এ সময় তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়, ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ অসুস্থ। তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এমন খবর জানার পর ৯৬ বছর বয়সী রানির পাশে থাকার জন্য তার কাছে ছুটে আসেন ছেলে-মেয়ে ও রাজ পরিবারের অন্যন্য সদস্যরা। গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছিলেন তিনি। রানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল মঙ্গলবার। সেদিন বালমোরাল প্রাসাদে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস।
Leave a Reply
You must be logged in to post a comment.