নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। গ্রেফতাররা হলেন- মো. মিঠুন আলী (৩০), মো. পলাশ (৩০) ও মো. ঈদুল হোসেন (৩৬)।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য দেশের বিভিন্ন জেলাতে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.