নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা ও ডেমরা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার একটি দল। মঙ্গলবার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জহিরুল ইসলাম ও মো. বেলাল উদ্দিন মৃধা। এ ঘটনায় উজ্জল নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।
পুলিশের দাবি, মঙ্গলবার পুলিশের একটি দল গোপন খবর পেয়ে বাড্ডা থানার আফতাবনগর ইস্টার্ন হাউজিং এর সামনে অভিযান চালায়। অভিযানে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জহিরুল ইসলামকে আটক করা হয়। তাকে নিয়ে অভিযান নামলে ৩৩ হাজার পিস ইয়াবাসহ মো. বেলাল উদ্দিন মৃধাকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে উজ্জল নামের অপর মাদক কারবারি পালিয়ে যায়।
গুলশান বিভাগের উপ কমিশনার মো. আব্দুল আহাদ বলেন, বিপুল পরিমাণ ইয়াবার উৎস ও গন্তব্যসহ চক্রদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি।
Leave a Reply
You must be logged in to post a comment.