নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্রের ২৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মাহবুব আলম।
গ্রেফতাররা হলেন- আব্দুর রহমান শুভ, ইয়াছিন আরাফাত জয়, বাবু মিয়া , মো. ফরহাদ , হৃদয় সরকার , আকাশ, মো. জনি খাঁন, মো. রোকন , মেহেদী হাসান ওরফে ইমরান , মনির হোসেন , মো. জুয়েল, জাহাঙ্গীর হোসেন ওরফে মাইকেল, মো. আজিম ওরফে গালকাটা আজিম , মো. শাকিল ওরফে লাদেন , ইমন , মো. রাজিব, রাসেল, মিন্টু মিয়া ওরফে বিদ্যুৎ, মো. মাসুদ, তাজুল ইসলাম মামুন, মো. সবুজ , মো. জীবন , রিয়াজুল ইসলাম, মুন্না হাওলাদার, শাকিল হাওলাদার, মো. ফেরদৌস ও আবুল কালাম আজাদ। এ সময় তাদের কাছ থেকে লোহার রড, দা, ছোরা, চাকু, চেতনানাশক ট্যাবলেট ও মলম জব্দ করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ডাকাতি, চুরি ও মলম পার্টির দৌরাত্ব প্রতিরোধে গোয়েন্দা পুলিশের একাধিক টিম রাজধানীর হাজারীবাগ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও শাহবাগ থানা এলাকায় অভিযান তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার হওয়া ছিনতাইকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দলবদ্ধভাবে ঢাকা শহরের ব্যস্ততম বাস স্টপজে অবস্থান করে টার্গেট ঠিক করে। পরে যাত্রীবেশে বাসে উঠে টার্গেট করা ব্যক্তিকে অচেতন করে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। আসামিদের জিজ্ঞাসাবাদ ও রেকর্ড অনুসন্ধান করে ২০ জনের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.