নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাকে যানজটমুক্ত রাখতে ঢাকার আশপাশের এলাকায় দ্রুত সার্কুলার রোড নির্মাণ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনা। একইসাথে রাজধানীর মধ্যে থাকা কাঁচা বাজারগুলো নিকটবর্তী এলাকায় সরিয়ে নেয়ার নির্দেশ দেন তিনি। নিকটবর্তী এলাকাগুলোর মধ্যে রয়েছে কাঁচপুর, আমিন বাজার, কেরানীগঞ্জসহ আরও বেশ কিছু এলাকা।
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার কথা বলেছেন। তিনি বলেছেন, সুশাসন বজায় থাকায় পদ্মাসেতুর মতো একটি বিশাল ও জটিল প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।’
খন্দকার আনোয়ারুল বলেন, ‘পদ্মাসেতু হওয়ায় স্বাভাবিকভাবেই রাজধানীতে গাড়ি চলাচল বেড়েছে। আর এই চাপ কমিয়ে রাজধানীর বাইরে দিয়ে বিকল্প সার্কুলার রোড করার বিষয়ে আলোচনা হয়েছে। যাতে দূরপাল্লার যানবাহনগুলোকে শহরের ভেতরে ঢুকতে না হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.