শামীমা বেগম : ঢাকার সংলগ্ন টঙ্গী ,গাজীপুর চৌরাস্তা হতে পুবাইল, ঘোড়াশাল, নরসিংদী প্রায় প্রতিটি সড়ক ও মহাসড়কের তীব্র জ্যাম থাকার কারণে নাকাল জন জীবন অতিষ্ঠ। ঈদকে কেন্দ্র করে ঘরর্মুখী মানুষের নারীর টানে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করায় রাস্তার প্রতিটি মোড়ে কষ্টের শেষ নেই জানান, যাত্রী, পথচারী, ড্রাইভার, হেলপার সহ সকলেই। সকালে টঙ্গী বাজার হতে টঙ্গী স্টেশন রোড, শীল মন, পুবাইল বাজার, মিরের বাজার, ঘোড়াশাল, নরসিংদী তীব্র যানজট জানান, ভুক্তভোগী যাত্রী গন। একটুও গাড়ি নড়ে না। সময় নষ্ট ।গরমে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা আমরা অযথা সময় পার করছি। ভুক্তভোগীরা আরো জানান, একদিকে রাস্তার খোঁড়াখুরি অন্যদিকে রেল এর সিগনাল পাশাপাশি গাড়ির তীব্র যানজট চরম আকার ধারণ করেছে। তীব্র যানজট মুক্ত গাজীপুর নগর প্রত্যাশায় জনগণ একটু স্বস্তিতে ঈদ মুখী নারীর টানে বাড়ি ফেরার আকুল আবেদন সরকারের কাছে এমনটা প্রত্যাশা সকলেরই।
Leave a Reply
You must be logged in to post a comment.