নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর বাইপাস মোড় এলাকায় উদ্বোধন হলো দেশের ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স পণ্যের জায়ান্ট প্রতিষ্ঠান ওয়ালটন পণ্যের শো-রুম ‘ওয়ালটন প্লাজা’। বুধবার বিকেলে ডিভিশন-৪ এর আওতাধীন গাজীপুর ইস্ট এরিয়ার ৪২৪ তম প্লাজা হিসেবে ওয়ালটন প্লাজার শুভ উদ্বোধন হয়। নতুন এ প্লাজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার ওয়াহিদুজ্জামান তানভীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটন ময়মনসিংহ এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার জামিল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকউল্লাহ, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সানোয়ার হোসেন বিপ্লব ও আনিছুর রহমান এবং ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার শাহানুর আলম। এছাড়াও ময়মনসিংহ এরিয়ার সব প্লাজার ম্যানেজার, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চিফ ডিভিশনাল অফিসার ওয়াহিদুজ্জামান তানভীর বলেন, নতুন এ প্লাজা থেকে স্থানীয় সব শ্রেণির মানুষ সহজ শর্তে, ন্যূনতম ডাউন পেমেন্টে কিস্তিতে এবং নগদে ওয়ালটন পণ্য কিনতে পারবেন। প্লাজায় ওয়ালটনের এলইডি টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, এসি, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে। ময়মনসিংহ নগরীতে নতুন এ প্লাজা চালু হওয়ায় এ অঞ্চলের সব শ্রেণির মানুষ নতুন সুবিধায় দেশীয় এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন পণ্য সহজে কেনার নতুন সুযোগ উন্মোচন হলো।
Leave a Reply
You must be logged in to post a comment.