নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের নাগরিকদের বিনোদনে এক নির্ভরতার নাম শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান। যেখানে বুকভরে নিঃশ্বাস নিতে প্রতিদিন আগমন ঘটে বিভিন্ন বয়সী হাজারো মানুষের। নানা উন্নয়ন কর্মকাণ্ড আর সংস্কারের মাধ্যমে ইতোমধ্যে নয়নাভিরাম রূপ পেয়েছে ব্রহ্মপুত্র নদের তীরের এ পার্কটি। এবার ২৭০টি দৃষ্টিনন্দন গার্ডেন লাইটের মাধ্যমে আলোয় সজ্জ্বিত হয়েছে পার্ক এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উদ্যানের মূল ফটকের সামনে ফিতা কেটে ও সুইচ চেপে এ গার্ডেন লাইটের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।
এ সময় মসিক মেয়র বলেন, ময়মনসিংহ সিটির নাগরিকদের বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র জয়নুল আবেদিন পার্ক। সন্ধ্যার পর যারা পার্কে আসেন তাদের নিরাপত্তা এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে এ গার্ডেন লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেয়র টিটু আরও বলেন, নগরকে আলোকিতকরণের যে প্রকল্প চলমান আছে তা সম্পন্ন হলে নগরের সৌন্দর্য ও আলোকিতকরণে দৃশ্যমান পরিবর্তন ঘটবে।
মসিক সূত্র জানায়, রাত্রীকালীন জয়নুল উদ্যানের সৌন্দর্য বৃদ্ধিতে ইতোমধ্যে পোলসহ দৃষ্টিনন্দন এলইডি লাইট স্থাপন করা হয়েছে। এবার উদ্যানের হিমু আড্ডা থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা পর্যন্ত স্থাপন করা হল ২৭০টি দৃষ্টিনন্দন গার্ডেন লাইট। মসিকের বিভিন্ন এলাকার সড়কে বাতি স্থাপন প্রকল্পের আওতায় স্থাপিত হয়েছে এসব গার্ডেন লাইট। এ প্রকল্পের আওতায় নগরীর ১৭৬ কিলোমিটার সড়কে এলইডি বাতি স্থাপনের কাজ চলছে।
উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-২ মাহবুবুর রহমান, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, সচিব রাজীব কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.