নিজস্ব প্রতিবেদক : নিয়মিত মেডিকেল চেকআপের জন্য মঙ্গলবার (২৪ মে) সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। ২৯ মে তার দেশে ফিরে আসার কথা রয়েছে। রোববার (২২ মে) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারিয়েট খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানান।
জালালী জানান, ২৪ মে বাংলাদেশ সময় ১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসকিউ-৪৪৯ বিমান যোগে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি সিঙ্গাপুরের অরচার্ড হোটেলে অবস্থান করবেন।
তিনি আরও জানান, ২৯ মে সিঙ্গাপুরের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসকিউ-৪৪৬ বিমান যোগে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন জাতীয় পার্টি চেয়ারম্যান। বাংলাদেশ সময় রাত ৯টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.