ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি: ঈশ্বরগঞ্জের মুহম্মদিয়া শরীফ বৈরাটীর প্রতিষ্টাতা ও বৈরাটী আলিম মাদরাসার সম্মানিত জমিদাতা সদস্য হযরত শাহ সূফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহির স্বরণে ২০ মে শুক্রবার জুময়ার নামাজের পর মিলাদ শরীফ ও দোয়া মাহফিল মুহম্মদিয়া শরীফে অনুষ্টিত হয়। দোয়া শেষে রুহের মাগফিরাত কামনা করে হযরত শাহ সূফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করা হয়। রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম উনার তিনি মুরিদ ছিলেন। এসময় মুহম্মদিয়া শরীফের সভাপতি হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম,হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ রিয়াজুল হক,সাংবাদিক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার, মুহম্মদ হাবিবুর রহমান, মুহম্মদ আলতাফ হোসাইন,মুহম্মদ মুজাম্মেল,জিশান মুহম্মদ রউফ হোসাইন, মুহম্মদ সজিব সহ আরো অনেকেই উপস্হিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.