বিনোদন ডেস্ক : নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। টাঙ্গাইলের এলেঙ্গায় জন্মগ্রহণ করা এক যুবক ঢাকায় এসে ঘটনাক্রমে হয়ে যান সিনেমার নায়ক। এরপর দেশজুড়ে জনপ্রিয়তা লাভের মাধ্যমে আরোহণ করেন সাফল্যের চূড়ায়। সবাই তাকে মান্না বলে চেনেন।
আগামী ১৪ এপ্রিল মান্নার জন্মদিন। এই দিনেও ভক্তরা তাকে স্মরণ করবেন। তবে এবারের জন্মদিনে তাকে বিশেষভাবে শ্রদ্ধা জানাবেন সংগীত তারকা আসিফ আকবর। তিনি মান্নাকে নিয়ে একটি গান গেয়েছেন।
‘একটি কিশোর ছেলে সারাক্ষণ ভাবতো/ রূপালি তারার দেশে ডানা মেলে ভাসবে/ স্বপ্নের চাবিখানি ইতিউতি খুঁজতো/ স্বপ্নপুরীর দ্বার কবে সে যে খুলবে’- এমন কথার গানটি রচনা করেছেন আমিনুর রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস।
আসিফ আকবর বলেন, ‘আসছে ১৪ এপ্রিল প্রয়াত চিত্রনায়ক মান্না ভাইয়ের জন্মদিন। আমিনুর রহমানের লেখা গানটির সুর ও সংগীত করেছেন স্নেহের কিশোর দাশ। এটি গাইতে পেরে নিজের কাছে খুব প্রশান্তি লাগছে। মান্না ভাইয়ের আত্মার শান্তি কামনা করি।’ মান্নার প্রতি আসিফের বিশেষ ভালোলাগা আছে। কেননা আসিফ প্রথম প্লেব্যাক করেছিলেন মান্নার সিনেমায়। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার নাম ‘রাজা নাম্বার ওয়ান’। ১৪ এপ্রিল গানটি অন্তর্জালে উন্মুক্ত করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.