নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে বাসচাপায় আব্দুস সামাদ (৬২) নামের প্রবীণ এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মে) সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের হরিরামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুস সামাদ সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে চা খেতে হরিরামপুর বাজারে আসেন আব্দুস সামাদ। পরে নিজের বাড়িতে যাওয়ার পথে সড়ক অতিক্রম করার সময় বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি আরও জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.