স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীতে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে বিকাশের মাধ্যমে এক লাখ ৩২ হাজার টাকা হাতিয়ে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ ঘটনায় ওই ব্যবসায়ী টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, প্রতারক চক্রটি কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালীর।
প্রতারণার শিকার ক্ষুদ্র ব্যবসায়ীর নাম আমির হোসেন বাচ্চু। তিনি টঙ্গী পূর্ব থানা এলাকায় ব্যবসা করেন। তিনি জানান, এক মামলায় তার ছোট ভাই কক্সবাজারে কারাগারে বন্দি। জামিনে তাকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে প্রতারক চক্রটি গত ১৬ আগস্ট তার ব্যক্তিগত নম্বরে ফোন করে। তারা আমির হোসেন বাচ্চুর ছোট ভাইকে জরিমানা দিয়ে ছাড়িয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক লাখ ৩২ হাজার টাকা দাবি করে। ০১৭৫৮৮১৩৬০৪, ০১৮৩৫১৪৪৮১৫সহ চারটি নম্বর থেকে ফোন করে প্রতারকরা আমির হোসেনের সঙ্গে যোগাযোগ করে। টাকা দিলে একদিনের মধ্যেই তাই ভাইয়ের জামিনের ব্যবস্থা করে দেবে বলেও জানায় প্রতারকরা। এমনকি জেলখানায় থাকা আমির হোসেনের ছোট ভাইয়ের আকুতিও মোবাইল ফোনে তাকে শোনায় প্রতারকরা।
আমির হোসেন বলেন, আমি সরল বিশ্বাসে টঙ্গী বাজার এলাকার বিকাশ এজেন্ট থেকে দুটি নম্বরে ১ লাখ ৩২ হাজার টাকা পাঠাই। এর মধ্যে ১৬ আগস্ট দুপুর ১২ টা ২ মিনিটে ০১৮৫৭৭০৮২৩৫ নম্বরে ৭১ হাজার টাকা এবং একই দিন ১২টা ৩৯ মিনিটে ০১৮৩৫১৪৪৮১৫ নম্বরে ৬১ হাজার টাকা পাঠাই। টাকা পাঠানোর পর থেকে এই নম্বরগুলো বন্ধ রয়েছে।
এ ঘটনায় ওইদিন আমির হোসেন টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় আমাদের থানার একজন উপপরিদর্শককে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি বিকাশে পাঠানো টাকা ক্যাশ আউট করা হয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে। আর যে নম্বর থেকে যোগাযোগ করে টাকা নেওয়া হয়েছে সেটির ঠিকানা কক্সবাজার এলাকায়।
পরে এ ঘটনায় আমির হোসেনের পক্ষ থেকে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বৃহস্পতিবার বলেন, থানায় জিডি করা হয়েছে। যেসব বিকাশ পয়েন্ট থেকে প্রতারণার টাকা উত্তোলন করা হয়েছে, সেখানে অভিযান পরিচালিত হবে। প্রতারক চক্রটিকে ধরার চেষ্টা চলছে। বিষয়টি কক্সবাজার ডিবি পুলিশের প্রধান সাইফুল ইসলামকেও জানানো হয়েছে। এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বৃহস্পতিবার টেলিফোনে বলেন, আমি আজই এখানে নতুন যোগদান করেছি। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.