নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘বিএনপিকে দমনে প্রশাসন রাজপথে নামলে এ দেশের অবস্থাও হবে শ্রীলঙ্কার মতো। আপনারা ভালো হয়ে যান। নিরপেক্ষ আচরণ করেন।’
দেশব্যাপী কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও বরিশাল জেলা (উত্তর) বিএনপি’র আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন জেলা (দক্ষিণ) বিএনপি’র আহ্বায়ক মজিবর রহমান নান্টু।
মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির, দক্ষিণ জেলার সদস্য সচিব আক্তার হোসেন মেবুল ও উত্তর জেলার সদস্য সচিব মিসজানুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, মেজবাউদ্দিন ফরহাদ ও আবু নাসের মো. রহমতউল্লাহ এবং মহানগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.