নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাট ও যাত্রী ছাউনী আধুনিকায়নের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে খেয়াঘাট ও যাত্রী ছাউনী আধুনিকায়নের উদ্বোধন করেন। ব্যক্তিগতভাবে এই অর্থ ব্যয় করেন মেয়র সাদিক।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, সাধারন সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল, মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, চরকাউয়া খেয়াঘাট থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী কীর্তনখোলা নদী পাড়াপাড় হয়। ঈদের সময় এই খেয়াঘাটে যাত্রীর চাপ বেড়ে যায়। কিন্ত বহু আগে নির্মিত ঘাটটি জরাজীর্ন হওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হতো। এছাড়া যাত্রীদের বিশ্রামের জন্য সেখানে নির্মিত ছাত্রী ছাউনীটি অবৈধ দখল হয়ে যাওয়ায় এর সুফল বঞ্চিত হতো যাত্রীরা। সম্প্রতি মেয়র ব্যক্তিগত অর্থ দিয়ে চরকাউয়া ঘাট এবং যাত্রী ছাউনী সংস্কার করেন। এছাড়া ঘাটের সামনে গার্ডেনিং এবং বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করেন মেয়র।
Leave a Reply
You must be logged in to post a comment.