দৈনিক বিজয়বাংলা ডেস্ক : বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আগামী মঙ্গলবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাবেন। একইসঙ্গে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে অংশ নেবেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী সিলেট সফরে যাবেন। সময়টা এখনো জানি না। যাবেন এইটুকু শুনেছি।
জানতে চাইলে সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদেরকে জানানো হয়েছে আগামী মঙ্গলবার (২১ জুন) প্রধানমন্ত্রী সিলেট আসবেন। তবে এখনও সময় জানানো হয়নি।’
গত ১৫ থেকে ১৭ জুন বাংলাদেশের উজানে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য থেকে তিনদিনের টানা বৃষ্টির পানির ঢল এবং সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের কারণে সিলেট শহরসহ বিভাগের প্রায় সব জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা। রাস্তাঘাট ঢুবে যাওয়া ও প্রবল স্রোতের কারণে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.