স্টাফ রিপোর্টার, গাজীপুর : শিক্ষার্থীদের উদ্দেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, তোমরা মাদক থেকে দূরে থাকবে। দুষ্টুমি করেও কখনও মাদক স্পর্শ করবে না। প্রয়োজনে বন্ধুকে ছুড়ে ফেলবে। কিন্তু কখনও মাদক গ্রহণ করবে না। আজ বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অডিটোরিয়ামে গাজীপুর ইয়ুথ ডিবেটিং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃমহানগর বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শুধু স্বপ্ন দেখেননি, কীভাবে তা বাস্তবায়ন করতে হয় সেটিও নিশ্চিত করেছেন। শিক্ষা প্রসারেও ব্যাপক ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষাখাতে বঙ্গবন্ধুর গড়ে দেওয়া ভীতের ওপ দাঁড়িয়েই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।
গাজীপুর ইয়ুথ ক্লাবের সভাপতি তৌহিদুল ইসলাম দীপের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.