নিজস্ব প্রতিবেদক, মাধবপুর (হবিগঞ্জ) : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সার্বজনীন পেনশন চালু করতে যাচ্ছে সরকার। জনগণের কল্যাণে সরকার সামাজিক নিরাত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ও বিধবাসহ বিভিন্ন ভাতা চালু করছে। আজ শনিবার দুপুরে জেলার মাধবপুরে সমাজসেবা কার্যালয় কর্তৃক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে যাতে কোনো গৃহহীন না থাকে সেজন্য গৃহহীনদের ঘর দিচ্ছে। দেশের সকল জেলা সদর হাসপাতালে কিডনি রোগীর ডায়ালাইসিস ব্যবস্থা চালু করেছে। জননেত্রী শেখ হাসিনার নেত্বত্বে দেশের অবকাঠামো উন্নয়ন হয়েছে।
উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার আশরাফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহসীন আল মুরাদ, মেয়র হাবিবুর রহমান মানিক, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রহম আলী, জায়েদ খান, যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক বেনু মাধব রায়, প্রচার সম্পাদক এরশাদ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, যুবলীগ সভাপতি ফারুখ পাঠান, প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, সাংবাদিক শংকর পাল সুমন, আয়ুব খান মিজানুর রহমান প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.