স্টাফ রিপোর্টার, গাজীপুর : টুংগী পাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর সাংবাদিক ইউনিয়ন সদস্যরা। আজ শনিবার গাজীপুর সাংবাদিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সভাপতি বাসস সাংবাদিক আতাউর রহমান ও সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের সাংবাদিক এস এম নুরুল ইসলামের নেতৃত্বে টুংগী পাড়ায় বঙ্গবন্ধুর মাজারে আসেন। এ সময় ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এম এ সালাম শান্ত, আলমগীর হোসেন, আল-মামুন, মুজিবুর রহমান, আশরাফুল আলম আইয়ুব, আমিমুল ইসলাম, মনিরুজ্জামান, বিএম কামাল হোসেন বাবুল, নুরুল আমিন শিকদার, খায়রুল ইসলাম, কাজী আব্দুল মান্নান, মিজানুর রহমান মিলন ও নাসির উদ্দিন প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.