নিজস্ব প্রতিবেদক, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ৩০ জুলাই শনিবার বিকালে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক পৃথক ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো.আতাউর রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাজেদুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরিদ মিয়া, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক আবু শরিফ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতাবুজ্জামান হেলাল সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট শেষে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে (বালক দল) পশ্চিম গাজীরপাড়া ছালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা দল) খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে চরকাউরিয়া খামরিয়া পাড়া সরকারি বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.