ক্রীড়া ডেস্ক : জিতলেই ফাইনালে। এমন সমীকরণ সামনে দাঁড়িয়ে আজ পাকিস্তান মুখোমুখি আফগানিস্তানের। হারলেও সুযোগটা থাকবে, সেক্ষেত্রে জিততে হবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। সেক্ষেত্রে দলটিকে মেলাতে হবে সমীকরণও। তবে পাকিস্তান নিশ্চিতভাবেই সেই সমীকরণ মেলাতে চাইবে না শেষ দিনে। আজ আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়েই নিশ্চিত করে ফেলতে চাইবে এশিয়া কাপ ফাইনাল। সেই ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিয়েছে পাক অধিনায়ক বাবর আজমের। টস জিতেছেন তিনি। মোহাম্মদ নবীর আফগানিস্তানকে তিনি পাঠিয়েছেন ব্যাটিংয়ে।
আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতউল্লাহ ওমারজাই, নাভিন-উল-হক, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ।
Leave a Reply
You must be logged in to post a comment.