নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণের কারণে গত দুই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি। এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এ বছর পরীক্ষা হবে কি না, তা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রাথমিক শিক্ষা প্রশাসনের তিন শীর্ষ প্রশাসক। এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে কি না— তা জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, এখনো সিদ্ধান্ত হয়নি।
ইতিমধ্যে শিক্ষাবর্ষের চার মাস চলে গেছে, তাহলে এ পরীক্ষা নিয়ে আপনাদের অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘গত দুই বছর শিখনে ঘাটতি ছিল। আমরা চাইছি এ ঘাটতি পূরণ করে তারপর পরীক্ষার চিন্তাভাবনা করব। দু-তিন মাস আগে জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীরা পড়াশোনা করুক।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘আমাদের লেখাপড়া পরীক্ষাকেন্দ্রিক নয়। শিক্ষাক্রমের শিখনযোগ্যতা অর্জনের জন্য শিশুরা পড়াশোনা করে। গত দুই বছরে বিভিন্নভাবে সেই যোগ্যতা অর্জনের চেষ্টা করা হয়েছে। তারপরও সশরীরে যেহেতু আসতে পারেনি, তাই শিখনঘাটতি রয়েই গেছে।আমরা আপাতত শিক্ষার্থীদের পরীক্ষার টেনশন আর দিতে চাই না। এমনিতেই ভবিষ্যতে নতুন শিক্ষাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষাই থাকবে না। শিক্ষার্থীদের বাড়তি টেনশন দিতে চাইছি না। আস্তে আস্তে তারা অভ্যস্ত হয়ে যাবে।’
সচিব আমিনুল ইসলাম খান বলেন, ‘আপনাদের (সাংবাদিক) মাধ্যমে অভিভাবকদের জানাতে চাই, এই পরীক্ষাকেন্দ্রিক চিন্তা করা এবং এ নিয়ে অস্থিরতা দেখানোর কোনো প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী যে আনন্দঘন পরিবেশে শিশুদের বিকাশের প্রতি গুরুত্ব দিচ্ছেন, সেই অনুযায়ীই আমরা নতুন শিক্ষাক্রমে যাচ্ছি। সবার পরামর্শ নিয়ে আগে যখন পরীক্ষা হতো (নভেম্বর), তার তিন মাস আগে বলতে পারব।’
Leave a Reply
You must be logged in to post a comment.