স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের ২৫৪ পরিবারকে ঈদের উপহার হিসেবে ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে দেশের চারটি উপজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি নতুন ঘর হস্তান্তর করেন। একই সময় গাজীপুরের ৫টি উপজেলায়ও ভূমিহীন ও ছিন্নমূল মানুষদের জন্য তৃতীয় ধাপের বরাদ্দকৃত ২৫৪টি ঘর হস্তান্তর করেন।
এ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর সদর উপজেলার পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সদর উপজেলার ৫৯ জনের মাঝে ঘরগুলোর কাগজপত্র হস্তান্তর করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীনসহ অন্যরা।একই সময়ে জেলার কালিয়াকৈর উপজেলায় ৬০টি, শ্রীপুর উপজেলায় ৪৫টি, কাপাসিয়া উপজেলায় ৪৫টি এবং কালীগঞ্জ উপজেলায় ৪৫টি ঘর হস্তান্তর করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে গৃহহীনরা ঈদ উপহার হিসেবে এসব ঘর পান। সারাদেশে গৃহহীনদের জন্য ঘর নির্মাণের এই মহাযজ্ঞে গাজীপুরে প্রথম ধাপে ২৮৫টি ও দ্বিতীয় ধাপে ২০২টি সুদৃশ্য রঙিন টিনশেডের সেমিপাকা বাড়ি পেয়েছেন গৃহহীন ও ভূমিহীনরা।
Leave a Reply
You must be logged in to post a comment.