নিজস্ব প্রতিবেদক : আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ ছাড়া আগামী বছরের মার্চে বা জুনে পদ্ম সেতুতে ট্রেন চলবে বলে জানান তিনি। রোববার নির্মাণাধীন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী।
নুরুল ইসলাম সুজন বলেন, ‘সেতুতে রেললাইন স্থাপনের কাজ না হওয়ায় উদ্বোধনের দিন থেকে ট্রেন চলবে না। আপাতত লক্ষ্য আগামী বছরের ২৬ মার্চ ঢাকা থেকে মাওয়া পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা জংশন পর্যন্ত ট্রেন চালানো। তা সম্ভব না হলে আগামী বছরের জুনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত ট্রেন চলবে। ২০২৪ সালের জুনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চলবে।’
Leave a Reply
You must be logged in to post a comment.