নিজস্ব প্রতিবেদক : জিএমপির হেডোয়ার্টার্স ও এর প্রতি থানায় পদ্মা সেতুর শুভ উদ্ধোধন উদযাপন।আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর ঐতিহাসিক উদ্ধোধনের সাথে সাথে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবতায় উন্মোচিত হল গৌরবদীপ্ত বাঙ্গালীর প্রতিচ্ছবি। সারাদেশের ন্যায় সেই আনন্দের অংশীদার এবং গৌরবের অংশ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অন্যান্য ইউনিটের ন্যায় র্যালির আয়োজন করে। একইসঙ্গে প্রতি থানায় প্লেইন ব্যানার ও ড্রপ ডাউন ব্যানারের মাধ্যমে উদযাপন ।আমাদের সম্মান ও গৌরবের পদ্মা সেতু জাতির জন্য যে আনন্দ বয়ে এনেছে সে আনন্দের সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে জাতির একটি অংশ হিসেবে গর্বিত অনুভব করছি। মাননীয় প্রধানমন্ত্রীর শক্ত ও সাহসী সিদ্বান্ত আত্মপ্রত্যয়ী বাঙ্গালীর এ অর্জনকে মহিমান্বিত করেছে পদ্মা সেতুকে বাস্তব করে । এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন।জিএমপি আয়োজিত এ র্যালীতে উপস্থিত ছিলেন সম্মানীত অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব বরকতউল্লাহ খান, বিপিএম (সেবা), জনাব তানভীর মমতাজ, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) (অতি: ডি আইজি পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ), জনাব জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) , জনাব হুমায়ুন কবির,উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) , জনাব নূরে আলম,উপ-পুলিশ কমিশনার ডিবি (দক্ষিণ), জনাব,আব্দুল্লাহ -আল মামুন,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগন, সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্য বৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.