মো:বাশারত আলী (বাশার)
জন্মিলে মায়ের কোল জুড়ে এ ভুবনে,
বেঁচে থাকার ঠাইটুকু জুটেনা যাদের কপালে।
পরের লাথি ঝেটায় জীবন যাদের অভিষাপ,
পথ শিশু তুমি! হাজারো স্বপ্ন কল্পনায়,বাস্ববে ধলিশাৎ।
দু’মুঠো খাওয়া তোমার মানুষের দ্বারে দ্বারে হাত পেতে,
কতো নিরঘুম রাত কাটে খোলা আকাশ আর ফুটপথে।
তোমার বয়সি ছেলে—মেয়ে কতো নামিদামি স্কুলে পড়ে,
দুর থেকে অপলক দৃষ্টিতে তোমার নয়নে জল ছলছল করে।
তোমার বয়সি ছেলে—মেয়ে কতো দামি দামি পোশাকে সাজে,
জড়াজীননো জামা জুতায় তুমি বড়ই বেমানান এ জগৎ মাঝে।
পাশের কমিউনিটি সেন্টারে কতো ভাল খাওয়া দাওয়া হয়,
ফেয়াল ফেয়াল করে তাকিয়ে মনটা তোমার উদাস বেজায়।
সকলে মোরা সকলের তরে, আসুন সহযোগীতার হাতটা মেলি,
রইবে না কো কোন পথ শিশু, শুনাবো ভালবাসা আর আস্থার বুলি।
Leave a Reply
You must be logged in to post a comment.