নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাজিরপুর যুদ্ধ দিবসে সাত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার সকাল থেকে জেলাসহ বৃহত্তর ময়মনসিংহ থেকে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের জনতা আসতে থাকেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ভারত সীমান্ত লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়িয়া সাত শহীদের সমাধি স্থলে।
পরে দুপুর ১২টায় জেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে প্রতিবারের ন্যায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। শেষে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, স্থানীয় এমপি মানু মজুমদার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, মুক্তিযোদ্ধা জেলা সাবেক কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে সকল শ্রেণি পেশার মানুষ।এদিকে পথযাত্রায় নেত্রকোনা শহর থেকে ৪৫ কিলোমিটার হেঁটে মুক্তিযোদ্ধা বিমল পাল সমাধি স্থলে পৌঁছেন। এরপর জেলা প্রশাসক শহীদদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নগদ ১০ হাজার করে অর্থ প্রদান করেন। সেই সাথে ১০ জন মুক্তিযোদ্ধাকে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও ১০ টাকার চেক প্রদান করেন। সেই সাথে এই এলাকার ২০০ জন পরিবারে বন্যা পরবর্তী সময়ে ত্রাণ বিতরণ করেন।
দিবসটিকে যথাযোগ্য মর্যাদা দিতে আলোচনা সভার পরিবর্তে এবার মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা করে পুনর্বাসন সহ অর্থ এবং খাদ্য সহায়তার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অসহায় হয়ে পড়া মুক্তিযোদ্ধাদের সহযোগিতাও অনেক বেশি জরুরি তাই এবার দিনব্যাপী এ সকল কর্মসূচি গৃহীত হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.