নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। মানুষ আজ ঘর থেকে বের হতে পারছে না। যেখানেই যাচ্ছে সব জিনিসের দাম আকাশচুম্মি হওয়ায় মানুষ থমকে দাঁড়াচ্ছে। ঘরে বাইরে অস্থির অবস্থা বিরাজ করছে।
বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মোশাররফ বলেন, এই সরকারের আমলে গণতন্ত্র হারিয়ে গেছে। হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের আজকের সংগ্রাম। এই সরকারের আমলে দেশের কোনও কিছুই নিরাপদ নয়।
বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুস সালাম, ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.