টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বেশুমার দুর্নীতি, বিরোধীদলের নেতাকর্মীদের দমন-পীড়ন, কোটি কোটি টাকা আত্মসাত ও পাচার, দফায় দফায় দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেশকে এক সংকটময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সরকার। এই সংকটময় পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আওয়ামীল লীগ সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, বেগম খালেদা জিয়ার দেশ পরিচালনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তাকে মুক্তি দিয়ে মুক্ত ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিলে এটা হবে প্রধানমন্ত্রীর মহানুভবতার বহি:প্রকাশ। গতকাল মঙ্গলবার বাদ আছর বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজলের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাহউদ্দিন সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন ভাসানী, তাজুল ইসলাম বেপারী, হাবিবুর রহমান আজাদ, জাকির হোসেন, মাহবুব মিয়াজী, তানভীর আহমেদ রাজন, প্রিন্স, সাইদুল ইসলাম জনি, আলম, আবু তালেব দিপু, লিপু হাওলাদার, পাপন, শুভ মিয়াজী, মমিন চিশতী, রহমত উল্লাহ, জামাল, মনির হোসেন, রিয়াজ, আতশ প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.