নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিদ্যুৎ খাতে দুর্নীতি লুটপাট ও অনিয়মকারীদের শাস্তি নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিখাতে বরাদ্দ বৃদ্ধিসহ দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও জনভোগান্তির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচির আয়োজন করে গণসংহতি আন্দোলন।
গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির আহ্বায়ক জননেতা দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য নজরুল ইসলাম খান, ইয়াসমিন সুলতানা, হাছিব আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি জাবের মোহাম্মদ, বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ বরিশাল জেলা সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেল প্রমুখ।
এসময় নেতারা বলেন, দেশ আজ ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে। দেশে যে বিদ্যুৎ সংকট চলছে তাতে ইতোমধ্যে জনমনে নাভিশ্বাস উঠেছে। ধারণা করা হচ্ছে,এ সংকট আরো গভীর হবে। চলমান বিদ্যুৎ সংকটের ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার সংবাদ আসছে বিভিন্ন গণমাধ্যমে। এর মধ্যে সার উৎপাদন কমানো হয়েছে। যার ফলে অচিরেই দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে।
নেতা আরো বলেন, সীমাহীন অব্যবস্থাপনা, লাগামহীন দুর্নীতি ও লুটপাটই বর্তমান বিদ্যুৎ সংকটের জন্য দায়ী। কোনো ধরনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করেই সরকার আমদানি নির্ভর জ্বালানি মাস্টারপ্ল্যান তৈরি করেছেন। যার খেসারত সারা দেশের জনগণকে দিতে হচ্ছে। সরকার এক ঘণ্টা করে লোডশেডিং করার ঘোষণা দিলেও তা এখন ভয়াবহ রূপ নিয়েছে। সারাদেশে গণদুর্ভোগ চলছে। সরকারের দ্যুৎখাতের সফলতার বাণী ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এর দায় জনগণ নেবে না।
রোববার (৩১ জুলাই) ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার নিন্দা জানিয়ে নেতারা বলেন, দেশে আজ ন্যূনতম নাগরিক অধিকার নেই। সভা-সমাবেশ ও বাকস্বাধীনতার অধিকার হরণ করে সরকার যে ফ্যাসিবাদ কায়েম করেছেন তার বহিঃপ্রকাশ রোববার ভোলায় পুলিশি হামলা। আমরা এই হামলার নিন্দা জানাই। সরকার তার স্বার্থ রক্ষার জন্য দেশের সমগ্র প্রতিষ্ঠানকে ব্যবহার করছে।
Leave a Reply
You must be logged in to post a comment.