নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোছা. আম্বিয়া বেগম (৪৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মহিউদ্দিন (১৬) আহত হয়েছে।
রোববার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আম্বিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহত আম্বিয়ার স্বামী শামছুদ্দিন বলেন, দুই ছেলে ও তিন মেয়েকে নিয়ে আমার স্ত্রী গ্রামের বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে একটি ট্রাক আমার ছেলে ও স্ত্রীকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদের দুজনকে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে আমার স্ত্রী মারা যায়। ছেলে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর থানার গোয়ালভাওরে। তুরাগের কামারপাড়া রোসাদিয়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.