শামীমা খানম : তিন দিনব্যাপী কারিতাস উদ্যম প্রকল্প ইনচার্জ ফরিদ আহমদ খান এর সঞ্চালনায়, ২৩ হতে ২৫ শে আগস্ট পর্যন্ত মাদকাসক্ত রিকভারি ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় আজ দ্বিতীয় ধাপে। বৃহস্পতিবার দুপুর তিনটা টঙ্গীর সাহারা মার্কেট সংলগ্ন সাত রং রোড অবস্থিত নিজ কার্যালয়ে এই কর্মসূচি করা হয়। কারিতাস ইকোনোমিক রিইএন্টিগ্রেশন অফ ড্রাগস রিকভারিস ইন বাংলাদেশ প্রকল্প এর উদ্যোগে তিনজন মাদক সেবীদের ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। এরা হলেন ব্যাংকের মাঠ বস্তির সাইফুল ইসলাম, শিলমুন পশ্চিমপাড়ার মামুন ও রাজু।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের ইনচার্জ ফরিদ আহমেদ খান ,জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, মোঃ শফিকুর ইসলাম ,অগাস্টিং মিন্টু হাওলাদার, সাখাওয়াত হোসেন ও নোয়েল পাপ্পু দাস। প্রকল্প ইনচার্জ ফরিদ আহমেদ জানান, প্রথম ধাপে ৮০০০ আজ দ্বিতীয় ধাপে ১০ হাজার মোট আঠারো হাজার টাকা ঋণ প্রদান করা হলো। অতীতে মাদক সেবীরা ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তায় নিয়ে ব্যবসায় উন্নয়ন দেখাতে পেরেছে বলে আজ দশ হাজার করে টাকা দেয়া হয়েছে আগামীতে আরও বাড়িয়ে দেয়া হবে। অপরদিকে তিন দিনব্যাপী কারিতাস উদ্যোগ প্রকল্প টঙ্গী অফিস কর্তৃক সামাজিক দলের সদস্যদের ক্ষুদ্র উদ্যোক্তা ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ আয়োজনে ২৬ জন প্রশিক্ষণার্থী দের মধ্যে ১৬ জন মহিলা ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.