নিজস্ব প্রতিবেদক : উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃত পাওয়ার পর এই প্রথম ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে উত্তর মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন আর ব্যান্ডপার্টির তালেতালে সম্মেলনস্থলে প্রবেশ করেন।
সম্মেলন থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেনকে সভাপতি ও সদস্য সচিব মো. আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ বলেন, মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখতে হবে। খেয়াল রাখতে হবে কোনো ষড়যন্ত্র যাতে শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে। ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনা সরকার পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ায় এগিয়ে যাচ্ছে দেশ। সারাবিশ্বে শেখ হাসিনার নেতৃত্বকে সম্মান করছে। আধুনিক বাংলাদেশ করতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতা আনতে হবে। আমাদের সর্তক থাকতে হবে, আমাদের আশেপাশে কোনো সাপ আছে কিনা? কে আমার আসল মুজিব সৈনিক খেয়াল রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, এদেশের জন্য যত ত্যাগ আওয়ামী লীগ দিয়েছে, যত রক্ত আওয়ামী লীগ দিয়েছে, পৃথিবীতে অন্য কোনো রাজনৈতিক দল সে দেশের জন্য, দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত রক্ত দেয় নাই। আওয়ামী লীগ দিয়েছে, বঙ্গবন্ধুর পরিবার দিয়েছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলনের আরও বক্তৃতা করেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, সহ-সভাপতি আবুল বাশার, আব্দুল গফুর চৌকদার, মুহাম্মদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, রফিকুল ইসলাম খাঁ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শফিউল আলম শফিক, দফতর সম্পাদক এমএইচ এনামুল হক রাজু, সাংগঠনিক সম্পাদক এস এম মামুন সিদ্দিকী প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.