শামীমা খানম : গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী খালেদা ভান্ডারী (৩৫) কে ১৫০ পিছ ইয়াবা সহ মাদকদ্রব্য অধিদপ্তর গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টঙ্গীর এরশাদনগরে এলাকায় অভিযান পরিচালনা করলে ইয়াবা বিক্রি কালীন সময় তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। গ্রেপ্তারকৃত খালেদা ভান্ডার টঙ্গীর এরশাদনগর এলাকার মৃত খালেক ভান্ডারির মেয়ে।বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা ওসি মো.জাভেদ মাসুদ। তিনি বলেন, খালেদা ভান্ডারি নামে এক মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করেছে। পরে রাতেই তাকে থানা পুলিশে কাছে হস্তান্তর করে তারা। খালোদা একজন চিহ্নিত মাদক কারবারি তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। জানা গেছে, গ্রেপ্তারকৃত খালেদা ভান্ডারি এরশাদনগর এলাকার মাদক সিন্ডিকেটের একজন অন্য তো সদস্য। তার নিয়ন্ত্রণে একাধিক মাদক কারবারি ও মাদক পাচার কারির সদস্যরা কাজ করে।
Leave a Reply
You must be logged in to post a comment.