স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগ আলী আউচপাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পার্শ্বে বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তার উপর মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান পরিচালনা করে শাহিদ মিয়া (৪২), পিতা—মৃত এমদাদ মিয়া সাং—মোগর খাল, থানা: বাসন, জিএমপি, গাজীপুর কে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে চেরাগ আলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন রুবা ব্যাটারী হাউজের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক সম্রাজ্ঞী রহিমা বেগম (৪৮), স্বামী মৃত: দুলাল মিয়া, সাং হিমারদীঘী, আমতলী (কেরানির টেক বস্তি) থানা: টঙ্গী পূর্ব, জিএমপিকে ৫০০ গ্রাম গাঁজা এবং ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.