স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর টঙ্গীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন যুবলীগ নেতা দাবি করা মো. ফয়েজ আহামেদ রাজু। বৃহস্পতিবার (২৮ জুলাই) মোবাইল ফোনে ওই সংবাদকর্মীকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ গণমাধ্যম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। যুবলীগ নেতা ফয়েজ আহামদ রাজু (৩০) গাজীপুরের টঙ্গীতে বসবাস করেন। তিনি নিজেকে টঙ্গী পূর্ব থানা যুবলীগের সভাপতি প্রার্থী হিসেবে দাবি করেন। ভুক্তভোগী সংবাদকর্মী মো. নাঈমুল হাসান। তিনি একটি জাতীয় দৈনিকের টঙ্গী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.