স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে গাজীপুর শিল্প পুলিশের-২ উপ-আঞ্চলিক (সাব-জোনাল) কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাহবুবুর রহমান।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-মহাপুলিশ পরিদর্শক জিহাদুল কবির, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন, বিজিএমইএ কো-চেয়ারম্যান ও স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের মালিক সালাউদ্দিন চৌধুরী, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ, গাসিক ৫৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে শিল্প পুলিশের টঙ্গী উপ-আঞ্চলিক অফিসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.