নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টারের মা ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপির দাদির রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বুধবার স্কুল প্রাঙ্গনে সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া, শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদসহ শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
অপরদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপির দাদির রোগমুক্তি কামনায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো: মজিবুর রহমানসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.