স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নবনির্বাচিত যুবদল কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা যুবদল। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ মিছিল বের করা হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে সুলতান সালাউদ্দিন টুকু ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সাত সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন। সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে এ মিছিলে স্লোগান দেন নেতাকর্মীরা। টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুকের নেতৃত্বে মিছিলে অংশ নেন সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলসহ টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, নতুন কমিটি পাওয়ায় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করছেন। যুবদলের নতুন কমিটি ঘোষণা করায় বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ। সদ্য ঘোষিত কমিটি তৃণমূলের নেতকর্মীদের দাবি পূরণ করতে পারবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে শুরু হয়ে স্টেশন রোডে এলাকায় পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
Leave a Reply
You must be logged in to post a comment.