স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবি সমবায় সমিতির উদ্যোগে বৃহস্পতিবার টঙ্গী থানা প্রেসক্লাব রোডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমা হোসেন, টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবি সমবায় সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, গোলাম সারোয়ার, ৫৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন, জামালপুর সমিতির সভাপতি আশ্রাফুল হক লাভলু, যুবলীগ নেতা রঞ্জু সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি উপস্থিত সকলকে ও দেশবাসিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলের সু-স্বাস্থ্য কামনা করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.