স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীতে টিনের চাল কেটে সোহেল টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানে চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই সময় দোকানের ভিতরে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায় চোর চক্র। বৃহস্পতিবার ভোরে টঙ্গীর এরশাদ নগর ১নং বড় বাজার এলাকায় ঘটনাটি ঘটে। সোহেল টেলিকম এর মালিক রুবেল বলেন, বুধবার গভীর রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে দোকান খুলে দেখি টিনের চাল কেটে চোর চক্রের সদস্যরা ভিতরে প্রবেশ করে গ্লাস ভেঙ্গে ভিভো, আইটেল, রেডমি, টেকনো, বাটন মোবাইল ও নগদ অর্থসহ প্রায় ৩লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র। এঘটনা দেখে আমি সাথে সাথে থানা পুলিশকে জানিয়েছি। এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ডিউটি অফিসার শেখ সজল হোসেন বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.