স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল। বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তি তথা মৃত্যুর হুমকি, কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর হামলা মামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে চেরাগ-আলী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে কলেজগেট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান মিরন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাবু, পারভেজ মারুফ, ইসমাইল হোসেন জাহাঙ্গীর, নূরে আলম রবিন জেনিস প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রদল নেতা সফিকুল ইসলাম রায়হান, হাবিবুর রহমান মিঠুন, ফয়জুল ইসলাম পলাশ, রাশেদুজ্জামান রাশেদ, আনোয়ার হোসেন, নাঈম হাসান, রায়হান ঢালী, পূবাইল থানা ছাত্রদলের আহবায়ক রাজিব মিয়া, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মামুন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সদস্য সচিব আরিফিন সিদ্দিক বুলবুল, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাউছার হোসেন, আরিফ, রাসেল, জীবন, হৃদয় হোসেন, ফারুক আহমেদ, শান্ত, দুর্জয়, মিরাজ, জাকির হোসেন, আলমগীর হোসেন, ফয়সাল হোসেন, আকাশ প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী দুর্নীতিবাজ সরকার জগদ্দল পাথরের মতো এ দেশের মানুষের ঘাড়ে চেপে বসেছে। তাই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার মতো ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত গাজীপুর মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন।
Leave a Reply
You must be logged in to post a comment.