স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর মহানগরীর টঙ্গীর মাজা বস্তি পাখির বাজার এলাকা থেকে ২০ ভরি স্বর্ণ ও নগদটাকাসহ সাদিকুল ইসলাম (৩৪) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ফতেহপুর গ্রামের মোহন মিয়ার ছেলে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের এসআই উৎপল জানান, স্বর্ণ ব্যবসায়ী ইসরাফিল মিয়া ঢাকার চকবাজারসহ বিভিন্ন স্থান থেকে খুচরা স্বর্ণ কিনে মেরামত করে বিভিন্ন স্বর্ণের শোরুমে বিক্রি করে থাকেন। বৃহস্পতিবার রাতে ইসরাফিল উত্তরার মাসকট প্লাজায় স্বর্ণালঙ্কার সরবরাহ করে বাসায় ফিরছিলেন। পরে টঙ্গীর পাখিবাজার মোড়ে রাস্তা পার হওয়ার সময় ছিনতাকিারী ইসরাফিলের কাঁধে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তখন তিনি চিৎকার শুরু করলে পাশে টহল পুলিশ সদস্যরা ওই ছিনতাইকারীকে ধাওয়া করে টঙ্গী ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে। পরে ব্যাগে থাকা ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ৮০ হাজার ৭০০ টাকা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.